News


17 March 2023



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩-তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন


১৭ মার্চ ২০২৩, কাঠমান্ডু: কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস ১৭ মার্চ ২০২৩ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩-তম জন্মবার্ষিকী এবং  জাতীয় শিশু দিবস-২০২৩ ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন- শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ প্রতিপাদ্যের আলোকে যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে। সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের  মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয় । এরপর দিবসটি উপলক্ষ্যে জাতীয়  নেতৃবৃন্দের প্রেরিত বানীসমূহ পাঠ করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় ।


অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশ কমিউনিটির শিশুগণ ছাড়াও কাঠমান্ডুস্থ সৃজনশীল শিশু কল্যাণ সংস্থার শিশুরা অংশগ্রহণ করে । শিশুরা বঙ্গবন্ধুর উপর রচিত এবং দেশাত্ববোধক গানের সঙ্গে নৃত্যসহ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে । অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদবৃন্দ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর শহিদদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াওদিবসটি উপলক্ষ্যে স্থানীয় একটি মাদ্রাসায় কোরআনখানি ও বিশেষ দোয়া ও উন্নত খাবারের ব্যবস্থা করা হয় ।