০৪ নভেম্বর ২০২২, কাঠমান্ডু:
কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস ০৪ নভেম্বর ২০২২ তারিখে প্রথমবারের মতো “জাতীয় সংবিধান দিবস” পালন করেছে। দূতাবাস কর্তৃক দিবসটির তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনা সভার শুরুতেই এই দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বানী সমূহ পাঠ করা হয়। আয়োজিত আলোচনা সভায় “জাতীয় সংবিধান দিবস” এর গুরুত্ব এবং তাৎপর্যের উপর আলোচনা করা হয়। সংবিধান প্রণয়নের সুবর্ণজয়ন্তীতে ০৪ নভেম্বরকে “জাতীয় সংবিধান দিবস” হিসেবে পালনের সরকারি সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী হিসেবে উল্লেখ করা হয়।
সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন যে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় অর্জনের অব্যবহিত পরেই, একবছরেরও কম সময়ের মধ্যে বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পবিত্র সংবিধান রচিত হয়েছিল। তিনি বলেন যে, এত কম সময়ের মধ্যে সংবিধান রচনা ও কার্যকর করা বিশ্বে বিরল। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশের সংবিধান বিশ্বের সুলিখিত সংবিধানগুলোর মধ্যে অন্যতম। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানের চেতনা জাগ্রত এবং সুদৃঢ়ভাবে ধারণ করার জন্য “জাতীয় সংবিধান দিবস” অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
*********